প্রকাশ : ০৬ এপ্রিল ২০২২, ০০:০০
শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক চাঁদপুর প্রবাহের শাহরাস্তি প্রতিনিধি সাংবাদিক জাকির হোসেন খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে---রাজেউন)। ৫ এপ্রিল মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাংবাদিক জাকির হোসেন খান গত দুমাস ধরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা প্রথমে কুমিল্লায় পরে ঢাকায় নিয়ে চিকিৎসা করান। এক পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসক তার লিভার সিরোসিস হয়েছে বলে জানান। ৫ এপ্রিল সকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরিবারের সদস্যরা তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে রাত ৮টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলেসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
শাহরাস্তি উপজেলার প্রবীণ সাংবাদিক জাকির হোসেন খান নব্বইর দশকে সাংবাদিকতা পেশায় নিয়োজিত হন এবং তিনি এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেন। অত্যন্ত হাস্যোজ্জ্বল সাদা মনের মানুষ ছিলেন তিনি। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শাহরাস্তি জুড়ে শোকের ছায়া নেমে আসে। আজ ৬ এপ্রিল সকাল ৯টায় টামটা উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিক জাকির হোসেন খানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।