শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২২, ০০:০০

ফরিদগঞ্জ পৌর সচিবের ইন্তেকাল
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জ পৌরসভার সচিব ও বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি এ.কে.এম. খোরশেদ আলম আর নেই (ইন্নালিল্লাহে...রাজিউন)। ৫ এপ্রিল মঙ্গলবার রাত ১টা ৩০ মিনিটের সময় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। তিনি গত প্রায় একমাস ধরে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন লিভার সিরোসিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

ফরিদগঞ্জ পৌরসভার সচিব এ.কে.এম. খোরশেদ আলম চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের নানুপুর এলাকার মিয়াজী বাড়ির মৃত আব্দুস ছাত্তারের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলে এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ আসর ফরিদগঞ্জ পৌরসভা মাঠে প্রথম জানাজার নামাজ ও তার নিজ বাড়িতে ২য় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে ফরিদগঞ্জ পৌরসভার সচিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখা ও ফরিদগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।

পৌরসভা সূত্রে জানা গেছে, এ.কে.এম. খোরশেদ আলম ১৯৯৪ সালের ৪ এপ্রিল ফরিদগঞ্জ ১৩নং উত্তর ইউনিয়ন পরিষদ সচিব হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ফরিদগঞ্জ উত্তর ইউনিয়নটি পৌরসভায় উন্নীত হলে পর্যায়ক্রমে পদোন্নতি পেয়ে পৌরসভার সচিব হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত কর্মরত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়