প্রকাশ : ০৫ এপ্রিল ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৫ এপ্রিল সোমবার অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন কমিশনার ইমতিয়াজ হোসেন নির্বাচন তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আজ ৫ এপ্রিল মঙ্গলবার নিবাচন কমিশনার কর্তৃক খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। আর ২৬ এপ্রিল মঙ্গলবার আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শেষ হবে।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন উপলক্ষে ৩ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম। সহকারী প্রিজাইডিং অফিসার চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ রশিদ ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখার প্রধান সহকারী সাখাওয়াত হোসেন।
নির্বাচন কমিশনার কর্তৃক তফসিল অনুযায়ী জানা যায়, ভোটার তালিকার বিরুদ্ধে আপত্তি গ্রহণ ৭ এপ্রিল বৃহস্পতিবার। মনোনয়নপত্র বিতরণ ১২ এপ্রিল মঙ্গলবার ও মনোনয়নপত্র দাখিল ১৭ এপ্রিল রোববার (বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা)। মনোনয়নপত্র প্রত্যাহার ১৯ এপ্রিল মঙ্গলবার দুপুর ২টা। ২১ এপ্রিল প্রার্থীদের নামের তালিকা বিকেল সাড়ে ৩টায় চূড়ান্তভাবে প্রকাশ করা হবে।