প্রকাশ : ০৪ এপ্রিল ২০২২, ০০:০০
গত ২ এপ্রিল চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলে যোগ না দিয়ে শৃঙ্খলা ভঙ্গ ও শাহরাস্তিতে ভোগগ্রহণ করায় ব্যাখ্যা তলব করা হয়েছে ইঞ্জিঃ মমিনুল হককে। তিন দিনের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উক্ত বিষয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। গত ২ এপ্রিল উক্ত ব্যাখ্যা তলব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপি সূত্র নং বিএনপি/সাধারণ/৭৭/৩৩/২০২২ মোতাবেক এক পত্রে বলা হয়, উক্ত কাউন্সিলকে কেন্দ্র করে ইঞ্জিঃ মমিনুল হক জেলা শহরে যে সংবাদ সম্মেলন করেছেন তা দলীয় শৃঙ্খলা বিরোধী। সম্মেলন নিয়ে বিদ্রƒপ করেছেন বলেও উক্ত পত্রে উল্লেখ করা হয়। এ ধরনের কার্যকলাপে ‘কেনো আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না’ বলে কারণ জানতে চায় দল। উক্ত পত্রের অনুলিপি দলীয় সংশ্লিষ্টদের দেয়া হয়েছে।