প্রকাশ : ০৪ এপ্রিল ২০২২, ০০:০০
রোগীদের প্রয়োজনে ঘাটলাটি সংস্কার জরুরি
২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল ভবন লাগোয়া পেছনে একটি পুকুর রয়েছে। পুকুরটির চারপাশ ঘিরে রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। তার মধ্যে একদিকে জেলা প্রশাসকের বাসভবন, অন্যদিকে চাঁদপুর সদর মডেল থানা এবং সাব-রেজিস্ট্রি অফিস। পুকুরের দুপাশে ঘাটলা দৃশ্যমান থাকলেও হাসপাতাল অংশে ঘাটলার নেই কোনো নিশানা। অথচ হাসপাতালের নারী রোগীদের জন্যে একটি সাইনবোর্ড সাঁটানো হয়েছে, যেখানে লেখা আছে ‘মহিলাদের গোসলখানা’। সাইনবোর্ড আছে তবে ঘাটলা নেই। সচেতন মহল মনে করেন, রোগীদের প্রয়োজনে ঘাটলাটি সংস্কার জরুরি। শনিবার বিকেলে ছবিটি তুলেছেন চাঁদপুর কণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার ও ফটোগ্রাফার মোঃ আবদুর রহমান গাজী।