প্রকাশ : ০২ এপ্রিল ২০২২, ০০:০০
স্বামীর মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে সড়কে ছিটকে পড়ে আসমা আক্তার (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ১ এপ্রিল শুক্রবার সকাল দশটার সময় চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে সবুজ ভূঁইয়া তার স্ত্রী আসমা ও পাঁচ বছরের শিশুপুত্র আল-আমিনকে নিয়ে লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া শ্রীরামপুর নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে শ্বশুর বাড়ি হাইমচর আলগীবাজারের দিকে যাচ্ছিলেন। চান্দ্রা চৌরাস্তা এলাকায় চলন্ত অবস্থায় স্ত্রীর পরনের বোরকা মোটরসাইকেলের পেছনের চাকায় আটকে যায়। এতে স্ত্রী আসমা সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেয়া হলে কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়।
এ দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছেন। সন্ধ্যায় স্বজনরা ঢাকা থেকে লাশ নিয়ে আসলে আইনি প্রক্রিয়ায় লাশ দাফনের ব্যবস্থা করা হয়। নিহত আসমা আক্তার হাইমচর আলগী বাজারস্থ জনৈক মোস্তফা পাটোয়ারীর মেয়ে।