শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ এপ্রিল ২০২২, ০০:০০

আজ কচুয়ায় আসছেন শিক্ষামন্ত্রীসহ চার প্রতিমন্ত্রী একাধিক এমপি সচিব ও বিশিষ্টজন
মোহাম্মদ মহিউদ্দিন/মেহেদী হাসান ॥

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদের রতœগর্ভা মা প্রয়াত শাহজাদী বেগমের আজ প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ কচুয়ায় স্মরণসভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপিসহ একাধিক মন্ত্রী, সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ যোগদান করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোতাছেম বিল্যাহ এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আইয়ুব আলী পাটওয়ারী। এ উপলক্ষে শুক্রবার সকালে কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে রয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম, শিক্ষা উপমন্ত্রী নওফেল চৌধুরী এমপি, লক্ষ্মীপুরের সংসদ সদস্য মোঃ নয়ন ও আনোয়ার খান, বরুড়ার সংসদ সদস্য মোঃ নজরুল ইসলাম, কুমিল্লার সংসদ সদস্য মুজিবুল হক, সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ খসরুজ্জামান, বিচারপতি মহিউদ্দিন শামীম, খোরশেদ আলম সরকার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমেদ, তথ্য মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার এমএ সবুর, সদস্য গোলাম রাব্বানী চিনু ও আজিজুস সামাদ ডন ও বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। এছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, বাংলাদেশ বিমানের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল, জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান, কুমিল্লা বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড. মঈনুদ্দিন, ঢাকা বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মাকসুদ কামাল, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির চেয়ারম্যান ও উপাচার্য আবদুল মান্নান চৌধুরী, বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. বিশ^জিৎ চন্দ্র, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন, কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস ছালাম, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসেন আকন্দ, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গণি, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান এবং নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল আবু তাহের, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গণি পাটোয়ারী, চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), কুমিল্লা জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানটি সাফল্যম-িত করতে ড. সেলিম মাহমুদ সকলকে আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, রতœগর্ভা শাহজাদী বেগমের স্বামী হচ্ছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের পরিচালক প্রয়াত রোস্তাম আলী। তাঁর ৪ ছেলে ও ১ মেয়ে। বড় ছেলে আনম জাহাঙ্গীর আলম পটুয়াখালীর জেলা ও দায়রা জজ, দ্বিতীয় ছেলে আবুল কালাম আজাদ জার্মান প্রবাসী, তৃতীয় ছেলে ড. সেলিম মাহমুদ বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং চতুর্থ ছেলে সালাহউদ্দীন মাহমুদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং কর্মকর্তা ও ১ মেয়ে মরিয়ম আক্তার লাকী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়