বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১৬ জুলাই ২০২১, ০০:০০

প্রত্যাগত প্রবাসীদের মাসিক ভাতা দেয়ার দাবি জানাচ্ছি
অনলাইন ডেস্ক

মোঃ মাইনউদ্দিন মিয়াজী চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের হুরমহিষা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন সৌদি আরবের রিয়াদে বসবাস করছেন। কাজ করছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। সম্প্রতি তিনি চাঁদপুর কণ্ঠের সাক্ষাৎকার পর্বের মুখোমুখি হন। সাক্ষাৎকার নিয়েছেন জাহাঙ্গীর আলম হৃদয়।

চাঁদপুর কণ্ঠ : প্রবাসে কতোদিন আছেন, কী করছেন, কেমন কাটছে সময়?

মোঃ মাইনউদ্দিন মিয়াজী : দীর্ঘদিন যাবৎ সৌদি আরবের রিয়াদে আছি, বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছি, আলহামদুলিল্লাহ সময় কাটছে বেশ।

চাঁদপুর কণ্ঠ : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আপনার অনুভূতি কেমন?

মোঃ মাইনউদ্দিন মিয়াজী : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের নাগরিক হিসেবে প্রবাসে থাকলেও আনন্দ লাগছে বেশ। কারণ আমি বাংলাদেশী।

চাঁদপুর কণ্ঠ : আপনার দৃষ্টিতে স্বদেশের উন্নতি-অগ্রগতি কতোটুকু হয়েছে?

মোঃ মাইনউদ্দিন মিয়াজী : খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সকল দিক থেকেই বাংলাদেশ এগিয়েছে। বিশ্ব দরবারে ঠাঁই করে নিয়েছে উন্নয়নশীল দেশ হিসেবে।

চাঁদপুর কণ্ঠ : দেশকে নিয়ে আপনার কোনো কষ্ট-বেদনা-অতৃপ্তি আছে কি?

মোঃ মাইনউদ্দিন মিয়াজী : দেশের প্রত্যন্ত অঞ্চলের কোনো মানুষ যেনো সরকারের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি আমরা যারা দেশের গণ্ডী পেরিয়ে প্রবাসের মাটিতে আছি, আমাদের প্রতি যেনো অবিচার না করা হয় সেদিকে সরকারকে অবশ্যই খেয়াল রাখতে হবে।

যখনই দেশের নাগরিক হিসেবে সম্মানের জায়গায় এসে অসম্মানিত হই তখনই কষ্ট লাগে। বেড়ে যায় বেদনা আর মনে আসে অতৃপ্তি।

রেমিট্যান্স যোদ্ধা হিসেবে আমাদের তালিকা করা হোক। আমরা যখন দেশ ফিরে আসবো তখন প্রত্যাগত প্রবাসী হিসেবে আমাদের মাসিক ভাতা দেয়ার দাবি জানাচ্ছি।

চাঁদপুর কণ্ঠ : সকলের উদ্দেশ্যে আপনার পছন্দের কিছু কথা বলুন।

মোঃ মাইনউদ্দিন মিয়াজী : দেশের উন্নতি-অগ্রগতি চলমান রাখতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিকসহ সকলের ভূমিকা রাখতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়