বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১৬ জুলাই ২০২১, ০০:০০

চাঁদপুর চেম্বার অব কমার্সের মাস্ক বিতরণ
স্টাফ রিপোর্টার ॥

করোনা মহামারিতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর চেম্বার অব কমার্সের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে। ১৫ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় ঈদুল আজহা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের জুম মিটিং অনুষ্ঠিত হয়। এ সময় চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে চেম্বার সভাপতি আলহাজ জাহাঙ্গীর আখন্দ সেলিম ও সহ-সভাপতি তমাল কুমার ঘোষ যুক্ত ছিলেন। আলোচনার এক পর্যায়ে নেতৃবৃন্দ স্বাস্থ্য সচেতনতা রক্ষায় সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে চেম্বারের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণের ঘোষণা দেন। তাদের সেই ঘোষণা অনুযায়ী মানুষের মাঝে বিতরণের জন্যে গতকালই চেম্বার সচিব শেখ আব্দুল মোতালেব টুটুল, চেম্বার কর্মচারী গোপাল চন্দ্র দাস, মোঃ মনির হোসেন ও মোঃ হাবিবুর রহমান চাঁদপুর জেলা প্রশাসক বরাবর ৫ হাজার, পুলিশ সুপার বরাবর ৫ হাজার, চাঁদপুর পৌর মেয়র বরাবর ৫ হাজার, চাঁদপুর জেলা আওয়ামী লীগ বরাবর আড়াই হাজার ও চাঁদপুর প্রেসক্লাব বরাবর আড়াই হাজার মাস্ক পৌঁছে দেন।

চেম্বার নেতৃবৃন্দ জানান, বাজারে থাকা ব্যবসায়ী, শ্রমিক, পথচারী যাদের মাস্ক ব্যবহারে অনীহা তাদের মাঝে বিনামূল্য মাস্ক বিতরণপূর্বক তাদেরকে মাস্ক ব্যবহারে উৎসাহ দিতে চেষ্টা করবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়