বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ মার্চ ২০২২, ০০:০০

চাঁদপুর রেস্তোরাঁ মালিক সমিতির নতুন কার্যালয় উদ্বোধন
বাদল মজুমদার ॥

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার নতুন কার্যালয়ের উদ্বোধন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ বুধবার শহরের বাসস্ট্যান্ডে ফয়সাল শপিং সেন্টারের তৃতীয় তলায় নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মোঃ ওসমান গণি। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাদের বিরুদ্ধে অনেক অবিচার করা হয় বিভিন্ন আইনের দোহাই দিয়ে। আপনারা সংগঠন করেন ঠিক আছে, আপনার ব্যবসা বাঁচাতে হলে আরও প্রতিবাদী হতে হবে। সাংগঠনিক নিয়ম মেনে কাজ করুন।

তিনি আরো বলেন, ৩২ বছরের সমিতি প্রতিষ্ঠিত হওয়ার পরও বলবো, ভিক্ষা করে সংগঠন চলছে। কিছু জেলা কমিটি চাঁদা দেয়। যারা এ চেয়ারে বসে তারা আর ছাড়তে চায় না। এভাবে সংগঠন চলে না। আমরা এতো বড় ব্যবসায়ী সংগঠনের সদস্য, কিন্তু চাঁদাটা ঠিক করে দেই না। আমাদের ৩টা মামলার জন্যে ৩০ লাখ টাকা দরকার। আমরা কেন্দ্র ১০ লাখ টাকার ব্যবস্থা করেছি। ৬৪ জেলা থেকে কি ২০ লাখ টাকা দিতে পারি না ? তিনি আরও বলেন, আপনারা জেনে খুশি হবেন যে, আমাদের খাতকে শিল্প ঘোষণা করা হতে পারে। আপনারা কি ভারপ্রাপ্ত সভাপতি চান নাকি পূর্ণ সভাপতি চান ? আমরা ভ্যাট কমিয়েছি সরকারের সাথে দর কষাকষি করে।

নূরুল আলম লালুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী মোঃ মাসুদ আখন্দের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব ইমরান হাসান, ১নং যুগ্ম মহাসচিব ফিরোজ আলম সুমন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুল আফসার, সচিব আক্তার হোসেন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, মহানগর উত্তরের সহ-সভাপতি আমির হোসেন, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্যাফে কর্নারের মালিক এমএ লতিফ, হাজীগঞ্জের হোটেল মালিক সমিতির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ও নার্গিস হোটেলের মালিক আওলাদ হোসেন।

সভায় সহ-সভাপতি বিল্লাল গাজী, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক জাহিদুল হক মিলন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক টিটন ঘোষ, পরিবেশ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক, সমাজকল্যাণ সম্পাদক শরিফুল ইসলাম মামুনসহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক ও বৈশাখী রেস্টুরেন্টের মালিক আবু নাছের।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়