প্রকাশ : ১৫ মার্চ ২০২২, ০০:০০
হাজীগঞ্জ পশ্চিম বাজারের বসুন্ধরা চাইনিজ হোটেল এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী জাকির হোসেন মিয়াজী ও পাতানিশ বাজারের খান ভ্যারাইটিজ স্টোরের মালিক মোঃ গোলাম মোস্তফা খানকে ১ বছরের বিনাশ্রম জেল দেয়া হয়েছে। গত ১৩ মার্চ (রোববার) চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ কামাল হোসাইন এ রায় প্রদান করেন। এর আগে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সামছুল ইসলাম রমিজ উপরোক্ত দুই ব্যবসায়ীর বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের করেন। আসামীদ্বয়ের উপস্থিতিতে উক্ত রায় দেয়া হয়েছে। ২১ মার্চের মধ্যে আপিল শর্তে দুই ব্যবসায়ী জামিন পেয়েছেন বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সামছুল ইসলাম রমিজ বাদী হয়ে ২০২০ সালের ২৬ নভেম্বর নোংরা, স্যাঁতস্যাঁতে ও অপরিষ্কার পরিবেশে খাদ্য প্রস্তুত, ঢাকনাবিহীন অবস্থায় খাদ্য সংরক্ষণ এবং ফ্রিজে দুর্গন্ধযুক্ত খাদ্য পাওয়ায় বসুন্ধরা চাইনিজ হোটেল এন্ড রেস্টুরেন্টের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন-২০১৩-এর ৩৩ ধারায় মামলা দায়ের করেন।
অপরদিকে মেয়াদোত্তীর্ণ খাদ্য মজুদ, সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ বাজারের ব্যবসায়ী মোঃ গোলাম মোস্তফার বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন-২০১৩-এর ২৯/৩৯ ধারায় মামলা দায়ের করেন।
উল্লেখিত মামলা দুটির ১ বছর ৪ মাস বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রায় প্রদান করেন উক্ত আদালত।
সাজাপ্রাপ্ত ওই দুই ব্যবসায়ী আপিলের শর্তে জামিন নিয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সামছুল ইসলাম রমিজ।