বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৪ মার্চ ২০২২, ০০:০০

শাহরাস্তিতে ১৬শ’ বোতল ফেন্সিডিলসহ প্রাইভেটকার জব্দ ॥ আটক ১
মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

শাহরাস্তি থানা পুলিশ অভিযান চালিয়ে ১৬শ’ বোতল ফেন্সিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে। একই সময় প্রাইভেটকারে থাকা এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। রোববার ভোরে শাহরাস্তি উপজেলাধীন চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়াচোঁ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

শাহরাস্তি থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে থানা পুলিশের একটি দল বানিয়াচোঁ এলাকায় অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর কুমিল্লা থেকে আসা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৪-২৮৬৪) এ এলাকা দিয়ে যাচ্ছিল। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুতগতিতে ঘটনাস্থল অতিক্রম করে নাওড়া সড়কে ঢুকে পড়ে প্রাইভেটকারটি। পুলিশও তাদের ধাওয়া করে ঘুঘুশাল বান দিঘিরপাড় এলাকায় গাড়িটির গতিরোধ করতে সক্ষম হয়। পরে গাড়ি তল্লাশি করে ৮টি পেকেটে ভর্তি ফেন্সিডিলের সন্ধান পায় পুলিশ। এ সময় মাদক পাচারকারী কুমিল্লা জেলার বরুড়া উপজেলার জানরা গ্রামের জুলফুর রহমানের ছেলে মোঃ জিয়াউদ্দিন রিয়াজকে আটক করা হয়। থানা পুলিশ জানায়, অভিযান পরিচালনার সময় পুলিশ সদস্য রিয়াদ আহত হন। শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন থানার উপ-পরিদর্শক জনি কান্তি দে, মহিউদ্দিন আহমেদ, সৈকত দাস গুপ্ত, রুকনুদ্দিন, আনিছুর রহমান ও এএসআই শোয়েব হোসাইন আখন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়