বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১২ মার্চ ২০২২, ০০:০০

বাংলাদেশী বংশোদ্ভুত আমেরিকান কিশোর কাজ করতে চায় চাঁদপুরে
নূরুল ইসলাম ফরহাদ ॥

যুক্তরাষ্ট্র থেকে এশিয়া-দূরত্ব অনেক। আরো সহজ করে বললে, আমেরিকা থেকে বাংলাদেশের দূরত্ব কম নয়। কিন্তু ভৌগোলিক এই দূরত্বকে একেবারেই গৌণ করে দিয়েছে আত্মিক সম্পর্ক। নাড়ির সম্পর্ক ভোলা যায় না, শেষও হয় না। যুগে যুগে এ রকম বহু দৃষ্টান্তের দেখা মিলে। সাধারণত এ রকম দৃষ্টান্ত একটু বয়স্ক অথবা যুবক-যুবতীরা দেখিয়ে থাকে। বাংলাদেশ-আমেরিকার দূরত্বকে ছোট করে দিয়ে ব্যতিক্রম একটি উদাহরণ সৃষ্টি করলেন আনোয়ার ইব্রাহিম কাদের।

ছোট বয়সে বড় চিন্তা। তিনি বাংলাদেশে একটি ফাউন্ডেশন গড়ে তোলেন। সেই ফাউন্ডেশনের উদ্যোগে তার গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে আসছেন। তার রয়েছে সৃজনশীল একটি মনও। এ বয়সে তিনি একটি কাব্যগ্রন্থও প্রকাশ করেছেন।

আনোয়ার ইব্রাহিম কাদির মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন এবং বেড়ে উঠেছেন। তার দাদীর কাছে বাংলাদেশী সংস্কৃতি ও রীতিনীতি দেখে এবং শুনে অনেক কিছুই শিখে নিয়েছেন। দুই বছর আগে তিনি সপরিবারে বাংলাদেশে আসেন। কয়েক মাস বাংলাদেশে থেকে এ দেশের প্রেমে পড়ে যান তিনি। এদেশের প্রকৃতি, মানুষ, সংস্কৃতি তাকে আপ্লুত করে। ফরিদগঞ্জে কয়েক মাস থেকেই এখানে শিক্ষা এবং পিছিয়ে পড়া সমাজ নিয়ে কাজ করার ইচ্ছা জাগে। তাই তাৎক্ষণিক শিক্ষার্থীদের বৃত্তি দেয়ার সিদ্ধান্ত নেন।

সমাজ নিয়ে কাজ করার স্বপ্ন অনেক আগে থেকেই। সেই স্বপ্ন থেকেই প্রতিষ্ঠা করা হয় ‘ওয়ান টেক ফাউন্ডেশন’। এটি নর্থ ক্যারোলিনা, মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত অলাভজনক প্রাইভেট প্রতিষ্ঠান। আনোয়ার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার ওয়েডিংটন হাই স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী। সম্প্রতি আনোয়ার ‘স্টেপিং স্টোনস’ নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেছে। ইংরেজি ভার্সনের কবিতার বইটি প্রকাশ করেছে বাংলাদেশের বেহুলা বাংলা প্রকাশনী। বিশিষ্ট ঔপন্যাসিক ইমদাদুল হক মিলন মুখবন্ধ লেখেন। বইয়ের অধিকাংশ কবিতা তার ৯ম শ্রেণিতে পড়া অবস্থায়।

তার বই ‘স্টেপিং স্টোনস’-এর বিক্রির সমস্ত টাকা ধানুয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের অনুদান হিসেবে দিয়েছেন। লক্ষ্য হলো, শিক্ষার্থীরা যাতে স্বপ্নের মতো বড় হতে পারে। সম্প্রতি ধানুয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন ‘ওয়ান টেক’ ফাউন্ডেশনের কয়েকজন কর্মকর্তা। এতে সভাপতিত্ব করেন ধানুয়া জনতা উচ্চ বিদ্যালয়ের কমিটির সদস্যরাসহ প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় উক্ত প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের কথা বলা হয়। আনোয়ার একই গ্রামের বাসিন্দা হওয়ায় তারা গর্বিত। করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ২৫৭

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১০৫ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৫৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৫৫ জনে। শনাক্তের হার ১ দশমিক ৮৬ শতাংশ।

শুক্রবার (১১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৯৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫৭ হাজার ৭৯৪ জন।

২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৬০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৮০১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৮৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের ১৪ দশমিক ৩২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ পুরুষই ঢাকা বিভাগের।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়