বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ মার্চ ২০২২, ০০:০০

হাজীগঞ্জে মুরগির খামারে অগ্নিকাণ্ড
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জে রাতের বেলা মুরগির খামার পুড়ে গেছে। ২৮শ’ বর্গফুট লম্বা শেডের অর্ধেকটাই পুড়ে গেছে আগুনে। বৃহস্পতিবার রাত আনুমানিক সোয়া ৯টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে বাকিলা ইউনিয়নের সন্না গ্রামের শেখ বাড়ির মফিজ শেখের ছেলে আরিফ ও ফখরুল শেখের মুরগির খামারে। ঘটনার পর পর স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসলে খবর পেয়ে হাজীগঞ্জের দমকল বাহিনী এসে পুরো আগুন নিয়েন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ফয়সাল, মুরাদ, গিয়াসউদ্দিন জানান, মুরগির খামারের পূর্ব পাশে আগুন লাগে। রাতের বেলা আগুন দেখে আমরা ডাক-চিৎকার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। বিদ্যুৎ থাকায় প্রথমে ভয়ে কেউ এগিয়ে আসেনি। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হলে সবাই আগুন নেভানোর কাজে হাত দেয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আরিফ শেখ জানান, রাতে ২ হাজার বাচ্চা আসার কথা। এখন ঘর পুড়ে যাওয়ার কারণে ফোন করে অর্ডার বাতিল করা হয়েছে। তবে শেডের যে পাশে আগুন লেগেছে সেই অংশে কোনো ধরনের বিদ্যুতের তার বা লাইন ছিলো না।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোতালেব মিয়া জানান, আমরা আগুন নিভিয়ে দিয়ে গেছি। তবে কীভাবে আগুন লেগেছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়