বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ মার্চ ২০২২, ০০:০০

বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন
আলমগীর কবির ॥

‘আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুদেরকে সঠিকভাবে দেখে-শুনে রাখলে তারাই একদিন দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। লেখাপড়া ছাড়া কিছু করা যাবে না। আমরা চাই তোমরা ভালো মানুষ হও। একটিই মাত্র লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করেছি। তোমাদের আগামী দিনে ভালো হওয়ার জন্যে সঠিক পাঠদান, অভিভাবকদের সঠিক তদারকি এবং প্রতিষ্ঠানের শিক্ষকদের সৎ ইচ্ছায় ছাত্র-ছাত্রীদের ভালো হওয়া সম্ভব’। কথাগুলো বলেছেন সাবেক সিনিয়র সচিব ড. মোঃ শাহ কামাল। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আমরা যারা এই সারিতে বসে আছি, তার কেউ থাকবে না আগামী দিনে। তোমাদের মধ্য থেকে কেউ শিক্ষক ও অন্যান্য পেশায় নিয়োজিত হবে এবং সমাজে আলোকিত মানুষ হয়ে দেশের উন্নয়নে অংশীদার হবে। তিনি আরও বলেন, আমরা এখন স্বাধীন দেশে বাস করতে পেরেছি। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এই দেশটি স্বাধীন হয়েছে। বাংলাদেশ যখন স্বাধীন তখন এই নাসিরকোট মাঠে যুদ্ধ চলে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মোঃ শাহ কামাল গতকাল ১০ মার্চ হাজীগঞ্জের নাসিরকোট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোল্লেখিত কথাগুলো বলেন।

বিদ্যালয়ের ছাত্র মোঃ সাকিবুল হাসানের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক কেএম নূরুল ইসলামের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি উন্নয়ন অধিদপ্তরের কুমিল্লা-চাঁদপুরের উপ-পরিচালক মোঃ লেয়াকত হোসেন নিগার, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবড়িয়া কৃষি উন্নয়ন উপ-পরিচালক ড. সোলাইমান। বক্তব্য রাখেন ১২নং দ্বাদশগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম বকাউল, নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া, নাসিরকোট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল আলম ও হাজীগঞ্জ উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আঃ রব, প্রধান শিক্ষক মানিক রঞ্জন সরকার, মুক্তিযোদ্ধা হাবীব উল্যাহ মিজি, কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন হায়দার শিশির, লোধপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম নাছরিন, উপজেলা স্কাউটের মোঃ এমরান হোসেনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়