প্রকাশ : ১১ মার্চ ২০২২, ০০:০০
গত ৯ মার্চ বিকেল ৪টায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁদপুর জেলা শাখার শান্তিপূর্ণ সমাবেশ চলছিলো। এ সময় সমাবেশের ওপর পুলিশ অতর্কিত হামলা চালায়। এতে স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতা-কর্মী গুরুতর আহত হন এবং বহু নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। কিন্তু ২৪ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও থানা থেকে আটককৃত নেতা-কর্মীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ না করায় ও শান্তিপূর্ণ সমাবেশের ওপর পুলিশি হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, সকল যুগ্ম আহ্বায়ক, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।