বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ মার্চ ২০২২, ০০:০০

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না আনলে গণআন্দোলনে সরকারের পতন ঘটানো হবে
গোলাম মোস্তফা ॥

চাঁদপুরে ‘যুবসমাজের উন্নয়ন ও ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে ইসলামই কার্যকর পন্থা’ এ স্লোগানকে সমানে রেখে ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার আয়োজনে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চাঁদপুর শহরের হাসান আলী হাইস্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শায়েখে চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

তিনি বলেন, মদের আইন পাস করতে আ’লীগ পাঁয়তারা করছে। যদি বয়স ২১ হয় তাহলে মদপানের অনুমোদন পাবে, যেখানে ১শ’ জনের বেশি মদ পানের লোক থাকবে সেখানে দোকানের অনুমোদন দেবে। বঙ্গবন্ধু ১৯৭২ সালে মদ নিষিদ্ধ করেছেন। বঙ্গবন্ধু যে মদককে নিষিদ্ধ করেছেন, সে আ’লীগ সরকার মদের অনুমোদন দিবে তা মেনে নেয়া যায় না। মদের আইন পাস করতে দেয়া হবে না। তিনি সর্বক্ষেত্রে ইসলামী শিক্ষা বাস্তবায়নের দাবি জানান।

তিনি আরো বলেন, উন্নয়ন আর উন্নয়ন। চালের দাম, তেলের দাম, ডালের দামের উন্নয়ন হয়েছে। আর পেটুকরা লুটপাট করছে, টাকা বিদেশ পাচার করে দিচ্ছে। ক্ষমতায় আসার আগে বলেছিলো ১০ টাকা কেজি চাল খাওয়াবে। কিন্তু সেটা কোথায়? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না আনলে গণআন্দোলনে সরকারের পতন ঘটানো হবে।

প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মানসুর আহমাদ সাকী।

ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা হেলাল আহমাদের সভাপ্রধানে ও সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব আন্দোলনের আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ হাসিবুল ইসলাম, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীন, সহ-সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, সেক্রেটারী ইয়াছিন রাশেদ সানি, জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি পীরজাদা মাওলানা আফসার উদ্দিন, জেলা ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক এইচএস নিজাম উদ্দিন, জেলা ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি মুহাঃ সেলিম হোসাইন, সহ-সভাপতি একে মোখতার হোসাইন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মাওঃ মনিরুজ্জামান প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়