প্রকাশ : ১১ মার্চ ২০২২, ০০:০০
হাজীগঞ্জের বাকিলা বাজারে প্রকাশ্যে ইলিশ বিক্রি করা হয়। বৃহস্পতিবার বাকিলা বাজারে বেশ কয়েকজন মাছ ব্যবসায়ীকে এ কাজ করতে দেখা যায়। ইলিশ মাছ ধরা, পরিবহন, বিক্রয় যেখানে নিষিদ্ধ সেখানে দিনের বেলা প্রকাশ্যে ইলিশ মাছ বিক্রি করা নিয়ে স্থানয়ীদের মাঝে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকার বেশ ক’জন ইলিশ মাছের খুচরা ব্যবসায়ী হাটবারগুলোতে জাটকাসহ ডিমওয়ালা মাছ বাজারে এনে প্রকাশ্যে বিক্রি করছে। সর্বশেষ বৃহস্পতিবার এই চক্রটি চার ভাগে বিভক্ত হয়ে মাছ বিক্রি করেছে বলে অন্য সকল মাছ ব্যাবসায়ী জানান।
জাটকা ইলিশ প্রতি কেজি ৪শ’ থেকে ৬শ’ টাকায় বিক্রি হয়েছে। ডিমওয়ালা মাছ আকার ভেদে প্রতি কেজি ১২শ’ থেকে ১৬শ’ টাকায় বিক্রি হয়েছে।
জানা যায়, চাঁদপুরের ঐ সকল মাছ বিক্রেতা ইলিশ মাছ বিক্রেতা হিসেবে বাকিলায় পরিচিতি পেয়েছে। এরা ব্যাগে করে ২০/২৫ কেজি করে মাছ এনে প্রকাশ্যে বা গোপনে বিক্রি করে আসছে। এর মধ্যে অন্যতম হলেন আঃ মালেক।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুবাইর সৈয়দ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে বাকিলা বাজারে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু পুলিশ যাওয়ার আগেই লোক খুঁজে পাওয়া যায়নি।