বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ মার্চ ২০২২, ০০:০০

ভালো লেখাপড়া করে রাজনীতিতে আসতে হবে
স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, চাঁদপুর ফরক্কাবাদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সুজিত রায় নন্দী বলেছেন, চাঁদপুরে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ফরক্কাবাদ ডিগ্রি কলেজ অন্যতম রোল মডেল। অনেক ত্যাগ তীতিক্ষার বিনিময়ে এই শিক্ষা প্রতিষ্ঠানটি তার গৌরব ধরে রেখেছে। ভবিষ্যতে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে এই কলেজের শিক্ষার্থীদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে প্রস্তুতি নিতে হবে।

গতকাল ১০ মার্চ বৃহস্পতিবার বেলা ১২টায় ফরক্কাবাদ ডিগ্রি কলেজের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীলিপ চন্দ্র দাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের দাতা সদস্য বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ইঞ্জিঃ সৈয়দ আহম্মেদ পাটওয়ারী, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক মজুমদার, ফরক্কাবাদ ডিগ্রি কলেজের হিতৈষী সদস্য হারুন অর রশিদ তালুকদার ও কলেজের অভিভাবক সদস্য মোঃ সেলিম পাটওয়ারী।

আরো বক্তব্য রাখেন ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান মিয়াজী, কলেজের সহকারী অধ্যাপক এবিএম শাহ আলম, আওয়ামী লীগ নেতা আঃ লতিফ, জিএম কাদের প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্য অতিথি, শিক্ষকম-লী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিভিন্ন বিভাগের কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অন্ষ্ঠুান পরিচালনা করেন প্রভাষক হাফিজুর রহমান।

সুজিত রায় নন্দী আরো বলেন, বর্তমান সরকার হচ্ছে শিক্ষাবান্ধব সরকার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। শেখ হাসিনা হচ্ছেন উন্নয়নের মডেল, সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল। শেখ হাসিনা হচ্ছেন বিশ^বাসীর কাছে সততার প্রতীক, সভ্যতার প্রতীক, শান্তির প্রতীক, মানবতার নেতা ও মানবতার মা।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভালো লেখাপড়া করে রাজনীতিতে আসতে হবে। তাহলেই সমাজ ও দেশ এগিয়ে যাবে। জাতির পিতা বলতেন, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ।

তিনি বলেন, শিক্ষার্থীদের মেধার প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। কারণ বর্তমান বিশে^ মেধার প্রতিযোগিতা চলছে। আশা করছি অতি শীঘ্রই এই কলেজের ডিগ্রি এমপিওভুক্ত হবে। তিনি শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়