প্রকাশ : ১০ মার্চ ২০২২, ০০:০০
দীর্ঘ বছর পর চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। তবে এটি পূর্ণাঙ্গ কমিটি নয়, আহ্বায়ক কমিটি। ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটির আহ্বায়ক করা হয় অধ্যাপিকা মাসুদা নূর খানকে এবং ১নং যুগ্ম আহ্বায়ক করা হয় আয়েশা রহমান লিলিকে। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা কৃক স্বাক্ষরিত এ কমিটি গত ৩ মার্চ অনুমোদন দেয়া হয়। চাঁদপুর শহর ও সদর উপজেলা ছাড়া জেলার অন্য সাত উপজেলা থেকেও এই কমিটিতে রাখা হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে- আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নূর খান, যুগ্ম-আহ্বায়ক মিসেস আয়শা রহমান লিলি, মিসেস মৃদুলা সাহা ও মিসেস মনোয়ারা হারুন। সদস্য হচ্ছেন জাহানারা বেগম জানু, উপাধ্যক্ষ আফরোজা খাতুন, শাহানাজ রহমান (সাবেক কাউন্সিলর), কাউন্সিলর আয়শা রহমান, নূরজাহান বেগম কুমকুম, অনিমা সাহা, শাহানারা বুলবুল, আবিদা সুলতানা, শিপ্রা দাস, আয়শা হাসান শ্যামলী, সাহিদা বেগম, নাহিদ সুলতানা রনি, কানিজ আয়শা কবিতা, লায়লা আঞ্জুমানারা (হাইমচর), মোসাঃ মুক্তা বেগম (হাইমচর), ফেরদৌসী বেগম (মতলব দক্ষিণ), আসমা আক্তার (মতলব দক্ষিণ), শাহিনা আকতার (মতলব উত্তর), ছালেহা বেগম (মতলব উত্তর), সালমা শহীদ (কচুয়া), তাসলিমা আকতার (কচুয়া), জাহানারা ইমাম (শাহরাস্তি), আয়শা রেদওয়ান সিমু (শাহরাস্তি), তাসলিমা আকতার (শিউলী) (হাজীগঞ্জ), ফেরদৌসী আকতার (হাজীগঞ্জ), আজমুর বেগম (ফরিদগঞ্জ) ও দিলরুবা বেগম (ফরিদগঞ্জ)।