প্রকাশ : ০৯ মার্চ ২০২২, ০০:০০
আজ বুধবার থেকে চাঁদপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ -২০২২। জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির ব্যবস্থাপনায় লীগে অংশ নিচ্ছে জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত ৮টি ক্লাব। আজকের উদ্বোধনী ম্যাচে সকাল সাড়ে ৯টায় অংশ নিবে ক্রিকেট কোচিং সেন্টার চাঁদপুর বনাম শেখ রাসেল ক্রীড়া চক্র।
রঙিন ড্রেসে সাদা বলে লীগের খেলাগুলো অনুষ্ঠিত হবে ৫০ ওভারের। অংশ নেয়া দলগুলোতে বিদেশী ক্রিকেটারসহ জাতীয় ক্রিকেট দলের ৩জন ক্রিকেটার খেলতে পারবেন। প্রত্যেক দলেই স্থানীয় কোটায় ৮ জন খেলোয়াড় খেলতে পারবেন।
প্রিমিয়ার লীগে অংশ নেয়া দলগুলো হচ্ছে-ক গ্রুপে আবাহনী ক্রীড়া চক্র, নিতাইগঞ্জ ক্রীড়া চক্র, চাঁদপুর ইয়ুথ ক্লাব ও ভাই ভাই স্পোর্টিং ক্লাব এবং খ গ্রুপে উদয়ন ক্লাব, ক্রিকেট কোচিং সেন্টার, শেখ রাসেল ক্রীড়া চক্র ও চাঁদপুর ক্রিকেট একাডেমী।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু এ প্রতিবেদককে জানান, এ দলগুলোকে নিয়ে খেলা শুরু হবে। ফাইনালে অতিথিদের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হবে। ইতিমধ্যে অংশ নেয়া দলগুলোর কোটা অনুযায়ী স্থানীয় খেলোয়াড়দের নামের তালিকা জেলা ক্রীড়া সংস্থায় জমা রয়েছে।