প্রকাশ : ০৫ মার্চ ২০২২, ০০:০০
সদ্য নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশনার ও সাবেক সিনিয়র সচিব মোঃ আনিছুর রহমানের জন্যে চাঁদপুর জেলা শহরের সবচেয়ে বৃহৎ মসজিদ পুরাণবাজার জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবুল বাশার মিলন ৪ মার্চ শুক্রবার জুম্মার নামাজের সময় এ দোয়া মাহফিলের আয়োজন করেন। আনিসুর রহমান চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ও চাঁদপুর সরকারি কলেজের প্রাক্তন ছাত্র। তাঁর বাড়ি পাশর্^বর্তী শরীয়তপুর জেলায় হলেও চাঁদপুরের সাথে রয়েছে তাঁর নিবিড় সম্পর্ক এবং ছাত্রজীবনের অনেক স্মৃতি রয়েছে এখানে।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উক্ত মসজিদের পেশ ইমাম মুফতি ইব্রাহিম খলিল মাদানী। তিনি যাতে নিষ্ঠার সাথে সরকারের অর্পিত দায়িত্ব পালন করতে পারেন সেজন্যে এ দোয়া করা হয়। দোয়ানুষ্ঠানে ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি মোঃ আনিছুর রহমানকে নতুন নির্বাচন কমিশানার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।