বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৪ মার্চ ২০২২, ০০:০০

বিষ্ণুদী স্বর্ণখোলায় ব্যবসায়ীর ওপর মাদকসেবী রাফির হামলা
অনলাইন ডেস্ক

চাঁদপুর শহরের বিষ্ণুদী স্বর্ণখোলা এলাকায় মোঃ এনামুল ইসলাম ভূঁইয়া নামে ব্যবসায়ীর উপর হামলা চালিয়েছে মাদকসেবী রাফি গাজী ও তার দল। এ ঘটনায় আহতের ছোট ভাই মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে ও শরিফুল ইসলাম ভূঁইয়া থেকে জানা যায়, বিবাদী রাফি হোসেন গাজী নেশাখোর, উচ্ছৃঙ্খল, কিশোর গ্যাং, সন্ত্রাসী প্রকৃতির লোক। রাফি গাজী দলবল নিয়ে বিভিন্ন সময় এলাকায় মাদক সেবন ও বিক্রয় করে যুব সমাজকে ধ্বংস করছে। বিভিন্ন সময় আমাকে ও আমার ভাই মোঃ এনামুল ইসলাম ভূঁইয়াকে অকথ্য ভাষায় গালমন্দ করাসহ মারধরের চেষ্টা করে। এ বিষয়ে আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করলে রাফি গাজী কাউকে কোনো তোয়াক্কা করে না।

শরিফুল ইসলাম ভূঁইয়া আরো জানান, গত ২ মার্চ বুধবার বিকেল ৫টায় আমার ভাই মোঃ এনামুল ইসলাম ভূঁইয়া বাসা থেকে প্রয়োজনীয় কাজে মোটরসাইকেল নিয়ে বের হয়। সে স্বর্ণখোলা মসজিদের সামনে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা রাফি হোসেন, সাব্বির হোসেন, তাদের পিতা বাদল গাজীসহ অজ্ঞাত ৪/৫ জন লাঠিসোটা নিয়ে পথরোধ করে অকথ্য ভাষায় গালমন্দ করে। পরে আমার ভাই প্রতিবাদ করলে প্রথমে রাফি হোসেন গাজী কাঠের লাঠি নিয়ে এলোপাতাড়িভাবে হামলা করে মোটরসাইকেল থেকে ফেলে দেয়। এতে আমার ভাইয়ের শরীরের বিভিন্নস্থানে নীলা-ফুলা জখম হয়। পরে সাব্বির হোসেন গাজী আমার ভাইকে অকথ্য ভাষায় গালমন্দ করে এলোপাতাড়িভাবে কিল, ঘুষি, লাথি মারে। অপরদিকে বাদল গাজীসহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসী প্রকৃতির লোক আমার ভাইকে এলোপাতাড়িভাবে কিল, ঘুষি, লাথি মেরে নীলা ফুলা জখম করে। এ সময় আমার ভাইয়ের ডাক-চিৎকারে আমি এগিয়ে আসলে তারা আমাকেও মারধর করে। আমাদের ডাক-চিৎকারে আমার ভাইয়ের শ্যালক রনি এগিয়ে আসলে তারা তাকেও এলোপাতাড়িভাবে মারধর করে শরীরের বিভিন্নস্থানে নীলা ফুলা জখম করে। পরে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা হুমকি দিয়ে বলে, আমরা যদি এ বিষয়ে আইনের আশ্রয় নেই তাহলে তারা আমাকে ও আমার পরিবারের লোকজনকে খুন করবে। পরে এলাকার লোকজনের সহযোগিতার আমার ভাইকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করি। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

চাঁদপুর মডেল থানায় খোঁজ নিয়ে জানা যায়, বাদল গাজী, রাফি হোসেন, সাব্বির হোসেনের নামে ২০১৯ সালের ২২ মে ১৪৩, ৩২৩, ৩২৪, ৩০৭, ৩৭৯, ৪২৭, ৫০৬ ধারায় মামলা দায়ের করে জাকির হোসেন। মামলা নং ৩৮/২০১৯।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়