প্রকাশ : ০৪ মার্চ ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলা কৃষি অফিস কর্তৃক শহরের ৫নং রেলওয়ে ঘাট ও বাবুরহাট বাজারে ভেজাল সার বিনষ্ট করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নিজাম উদ্দিন অভিযান পরিচালনা করে জব্দকৃত ৮টি রাসায়নিক সারের নমুনা মান নির্ণয়ের জন্যে সংগ্রহ করে কুমিল্লার শাসনগাছার আঞ্চলিক গবেষণাগার, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে প্রেরণ করে। তার মধ্যে সরকারি নির্দেশ এবং সার (ব্যবস্থাপনা) আইন ২০০৬, ধারা ১৭ উপধারা ২ (ঘ) অনুসারে ৪টি সারের নমুনায় ভেজাল পাওয়া যায়। ফলস্বরূপ জব্দকৃত ভেজাল সারের একই লটের অন্তর্ভুক্ত মেঘনা ফার্টিলাইজার কোম্পানি লিঃ-এর জিংক সালফেট (মনোহাইড্রেট) ৪শ’ প্যাকেট ও জিংক সালফেট (হেপ্টাহাইড্রেট) ১৩ প্যাকেট, এমএস এগ্রো কেমিক্যাল কোম্পানী লিঃ-এর জিংক সালফেট (মনোহাইড্রেট) ৫৭ প্যাকেট এবং করবেল ইন্টারন্যাশনাল লিঃ-এর জিংক সালফেট (হেপ্টাহাইড্রেট) ৫০ প্যাকেট বিনষ্ট করা হয়।
গতকাল ৩ মার্চ বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিসারের উপস্থিতিতে নি¤œমানের ভেজাল সারগুলো বিনষ্ট করা হয়। উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তার জানান, কৃষক পর্যায়ে মানসম্পন্ন সারের সরবরাহ নিশ্চিত রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নিজাম উদ্দিন, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন চাঁদপুর শাখার সেক্রেটারী শরীফ মোঃ আশ্রাফুল হক। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট কোম্পানীর বিক্রয় প্রতিনিধি ও ডিলারগণ।