প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
বিক্রি হয়ে উদ্ধার পাওয়া শিশুটি পেলো প্রধানমন্ত্রীর উপহার
মতলব উত্তর উপজেলায় কথিত বিক্রি হওয়া আবরার নামক শিশুটির পরিবার মাটিতে বিছানা করে ঘুমাতো। তাকে যেনো আর মাটিতে না ঘুমাতে হয় সেজন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন মতলব উত্তর উপজেলা প্রশাসন। শনিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন চৌকিসহ প্রয়োজনীয় জিনিস শিশুটির পরিবারকে প্রদান করেছেন।
|আরো খবর
এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ২টি কম্বল এবং শুকনো খাবারের একটি প্যাকেট (চাল, ডাল, তেল, লবণ, চিনি ইত্যাদি) তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্যাহ।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটির পরিবারের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। তাদেরকে সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার পালস এইড জেনারেল হাসাপাতাল এন্ড ডায়াগনিস্টিক সেন্টারে সিজারিয়ান বিল পরিশোধ করতে না পারায় শিশুটিকে বিক্রি করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ঘটনাটি সাংবাদিকদের নজরে আসলে ব্যাপক ভাইরাল হয়। পরে গত ৩ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে দরিদ্র মা তামান্না বেগমের কোলে ফিরিয়ে দেয়া হয়। শিশুটির নাম রাখা হয়েছে মোঃ আবরার। এদিকে শিশুটির জন্ম নেয়ার আগেই সিজারিয়ান অপারেশনের টাকা জোগাড় করতে না পেরে তার পিতা দিনমজুর মোঃ আলম নিরুদ্দেশ হয়ে যান।