বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

চাঁদপুর প্রবাহের প্রতিষ্ঠাতার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক ॥

চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, দৈনিক চাঁদপুর প্রবাহের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব একেএম শফিক উল্যা সরকারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি ভোর ৬টা ৫০ মিনিটের সময় ঢাকাস্থ ডাঃ সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। ওইদিন চাঁদপুর শহর ও মতলব উত্তরে তিন দফা নামাজে জানাজার পর ষাটনল ইউনিয়নের পূর্ব লালপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। তার স্ত্রী নিলুফা আক্তার বর্তমানে দৈনিক চাঁদপুর প্রবাহের মালিক, প্রকাশক, মুদ্রাকর ও উপদেষ্টা সম্পাদক।

একেএম শফিক উল্যা সরকার চাঁদপুর প্রবাহ ছাড়াও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, ধর্মীয় ও সেবামূলক বহু প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি ছিলেন চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, অবিভক্ত বৃহত্তর মতলব উপজেলা যুবলীগের সভাপতি, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক। চাঁদপুর জেলা বিএনপির যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবেও কিছু সময় বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম এমপির অত্যন্ত ঘনিষ্ঠজন ছিলেন শফিক উল্যা সরকার। মন্ত্রীর প্রতিনিধি হিসেবে তিনি জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ছিলেন।

চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এবং উন্নয়ন কমিটির সদস্য সচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন শফিক উল্যা সরকার। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা ও চাঁদপুর ক্লাবের কার্যকরী কমিটির সদস্য ছিলেন তিনি। কালিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি তিনি। চাঁদপুর শহরের নাজিরপাড়া ক্রীড়া চক্র ও প্রফেসরপাড়া ক্রীড়া চক্রের সভাপতি ছিলেন একেএম শফিক উল্যা সরকার। তিনি একজন প্রথম শ্রেণীর ঠিকাদার ছিলেন।

মরহুমের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ৫ ফেব্রুয়ারি শনিবার বাদ আসর দৈনিক চাঁদপুর প্রবাহের আয়োজনে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে (তৃতীয় তলায়) মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে চাঁদপুরের সর্বস্তরের সাংবাদিক ও মরহুম একেএম শফিক উল্যা সরকারের স্বজন, বন্ধু, সহকর্মী, শুভাকাক্সক্ষীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রবাহের প্রধান নির্বাহী সম্পাদক আলহাজ¦ মোঃ ওমর পাটওয়ারী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়