বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের অফিস সহকারীসহ দালাল আটক
সোহাঈদ খান জিয়া ॥

এখনো থেমে নেই চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের দুর্নীতি। আর এতে ভোগান্তির শিকার হয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে পাসপোর্ট গ্রহীতারা। বহিরাগত দালালদের সমন্বয়ে পাসপোর্ট অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী দিনের পর দিন এই দুর্নীতি করেই যাচ্ছে। কোনোভাবে রোধ করা যাচ্ছে না তাদের এই অনিয়ম। নানা কৌশলে তারা গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা।

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের এই অনিয়ম রয়ে যাচ্ছে একেবারেই ধরাছোঁয়ার বাইয়ে। কারণ হিসেবে জানা যায়, পাসপোর্ট অফিসের সাথে কিছু সংখ্যক বহিরাগত দালাল যুক্ত থাকে। তারা বিভিন্নভাবে পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষকে টার্গেট করে তাদের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে অপকর্ম করে যাচ্ছে। আর পাসপোর্ট করতে আসা যেসব ব্যক্তি দালালের সাথে চুক্তিতে না যান তার ভোগান্তি যেনো শেষই হয় না। বিভিন্ন অজুহাতে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা মানুষের সাথে শুরু করে নানা ধরনের টালবাহানা। দালালদের সাথে চুক্তিতে না গেলে কোনো কোনো গ্রাহকের পাসপোর্ট পেতে মাসের পর মাস, আবার কারো কারো বছর পর্যন্ত লেগে যায়।

এসব অনিয়মের সূত্র ধরে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ মহসীন নামের এক দালালকে আটক করেছে। তার দেয়া তথ্য মতে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের অফিস সহকারী আমিনুল ইসলামকে প্রায় লক্ষাধিক নগদ টাকা ও অনেক বইসহ আটক করা হয়। গতকাল ৩ ফেব্রুয়ারি বুধবার তাকে ছাড়িয়ে নিতে অন্য অসাধু কর্মকর্তাদের বিভিন্ন মাধ্যম থেকে তদবির করতে দেখা যায়।

জানা যায়, একটি বিশেষ ফান্ডের নামে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে টাকা জমা নেওয়া হয়। অবস্থাভেদে ২ হাজার থেকে শুরু করে প্রতিটি পাসপোর্টে ২০ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে তারা। চাঁদপুর পাসপোর্ট অফিসের আমিনুল সেই টাকা দালালদের মাধ্যমে সংগ্রহ করে থাকেন। ২ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে মহসিন নামের এক দালালকে আটক করে। পরে মহসিনের দেয়া তথ্য মতে চাঁদপুর পাসপোর্ট অফিসের অফিস সহকারী আমিনুল ইসলামকে নগদ টাকা ও অনেক বইসহ আটক করে ডিবি অফিসে নিয়ে আসে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়