প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের ২০২২-২৩ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আল-ইমরান শোভন। সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন টেলিভিশন সংবাদিক ফোরামের কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্য গোলাম কিবরিয়া জীবন, শরীফ চৌধুরী, রহিম বাদশা, সোহেল রুশদী, ফারুক আহম্মদ, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, আবদুল আউয়াল রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু, কোষাধ্যক্ষ তালহা জুবায়ের, প্রচার ও দপ্তর সম্পাদক ওয়াদুদ রানা। সভার শুরুতে কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সংগঠনের সম্মানিত সদস্য আবদুল আউয়াল রুবেল ও গীতা পাঠ করেন লক্ষ্মণ চন্দ্র সূত্রধর। সভায় বার্ষিক কর্মপরিকল্পনায় উপস্থিত হলে সকল সম্মানিত সদস্য তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন। এ সময় সংগঠনের কার্যক্রমকে ত্বরান্বিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।