বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
এমকে মানিক পাঠান ॥

ফরিদগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ফারজানা আক্তার (১৮) আত্মহত্যা করেছে। খবর পেয়ে থানার এসআই নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

২ ফেব্রুয়ারি বুধবার উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের পূর্ব ভাওয়াল এলাকার তালুকদার বাড়ির নুরুজ্জামানের মেয়ে ফারজানা আক্তার বসত ঘরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

পুলিশ ও ফারজানার মা নূরজাহান বেগম জানান, গত ৪ মাস পূর্বে পাশর্^বর্তী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার রাঘাবপুর এলাকার মোহনের বাড়ির মৃত আনোয়ার উল্লার ছেলে রুবেলের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে ফারজানা এখনো শ^শুর বাড়িতে যায়নি। বুধবার সকালে ফারজানা ও তার স্বামী রুবেল হোসেন একসাথে নাস্তা করেছে। নাস্তা সেরে রুবেল চা খাওয়ার জন্যে দোকানে যায়।

পরিবারের লোকজন আরো জানান, ফারজানা এই পর্যন্ত তিনবার আত্মহত্যা করার চেষ্টা করেছে। ফারজানা শীত আসলেই নাকি এমন করে বলে তার বাবা-মা জানান।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়