বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

সড়কে লাগামহীন দুর্ঘটনা
কামরুজ্জামান টুটুল ॥

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কসহ পার্শ্বসড়কে লাগামহীনভাবে দুর্ঘটনা ঘটেই চলছে। চালকের তন্দ্রা ভাব, বেপরোয়াভাবে গাড়ি চালানো, স্টিয়ারিংয়ে বসে মুঠোফোনের ব্যবহার, অন্য গাড়ির সাথে পাল্লা দিতে প্রতিযোগিতা করে চালানো এবং যান্ত্রিক ত্রুটির কারণে ঘটছে এসব দুর্ঘটনা। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় চাঁদপুর-কুমিল্লা সড়ক ও মতলব-চাঁদপুর সড়কে এ রকম চারটি দুর্ঘটনায় চারজনের প্রাণহানি ঘটেছে। মতলব রোডের মর্মান্তিক দুর্ঘটনায় চারজন মারা যায়। এছাড়া দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর ব্যাপক ক্ষতি ছাড়াও মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেশ কয়েকজন।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার দিবাগত রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের সাতবাড়িয়া এলাকায় ফ্রেশ কোম্পানীর একটি কাভার্ড ভ্যান রাতের আঁধারে সড়কের পাশে গাছের সাথে প্রচ- বেগে আঘাত লাগে। এতে করে চালক-হেলপারসহ ৪ জন আহত হলেও ২ জন মারাত্মক আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ দুর্ঘটনায় গাড়িটির ইঞ্জিনসহ কেবিনবক্স ভেঙ্গে দুমড়ে-মুচড়ে যায়। গাড়িটি দুর্ঘটনাস্থলে রেখে মেরামত করতে দেখা গেছে। এ ঘটনাটি চালকের তন্দ্রাভাবের কারণে ঘটেছে বলে স্থানীয়রা ধারণা করছেন।

বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ কচুয়া-গৌরিপুর সড়কের হাজীগঞ্জের বদরপুর এলাকায় ঢাকাগামী আল আরাফাহ পরিবহনের একটি বাস দুর্ঘটনার শিকার হয়। এ দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও দুটি পরিবহন পরস্পর প্রতিযোগিতা দিয়ে চালানোর কারণে ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বাকিলার গোগরা এলাকায় সামনের চাকা ব্লাস্ট হয়ে সড়কের পাশের ডোবায় গিয়ে পড়ে কুমিল্লাগামী জ্বালানি তৈল পরিবহনের একটি ট্রাক। এ দুর্ঘটনায় চালক শাহআলম রক্ষা পেলেও তৈলের মালিক কুমিল্লার মনোহরগঞ্জের রাজাপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে আঃ রব (৪৫) গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এখন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ তিনটি দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে এতে কেউ নিহত হননি বলে জানান হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ।

এদিকে গতকাল সন্ধ্যায় চাঁদপুর-মতলব সড়কে ভয়াবহ দুর্ঘটনায় চারজন মারা গেছেন। এই সড়কের বরদিয়া বাজার এলাকায় মাইক্রো ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশার চার যাত্রী মারা যান। ঘটনাস্থলে একজন মারা যান এবং জেলা সদর হাসপাতালে আনার পর তিন মারা যান। আরো একজন মুমূর্ষু অবস্থায় আছেন। স্থানীয়রা জানায়, গাড়ি দুটাই বেপরোয়াভাবে দ্রুুতগতিতে চলছিল। এ অবস্থায় একেবারে সামনাসামনি হলে কেউই নিয়ন্ত্রণ করতে পারে নাই। ফলে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়