বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

হরিজন ও বেদেদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরে করোনাকালীন সময়ে পিছিয়ে পড়া হরিজন ও বেদে সম্প্রদায়ের ২২০ জন নারী ও পুরুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে ১০০ জন হরিজন ও ১২০ জন বেদে সম্প্রদায়ের লোকজনের হাতে প্রধানমন্ত্রীর উপহার (খাদ্য সহায়তা) তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

জেলা প্রশাসক প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, করোনাকালীন সময়ে আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাতে একটু ভালো খেয়ে পরে থাকতে পারে, তাদের জন্য খাদ্যের অভাব না হয় এজন্যে প্রধানমন্ত্রী এ সহায়তা দিয়েছেন। আমরা খুঁজে খুঁজে বের করেছি তাদেরকে, যারা কষ্টে আছে এবং মুখ ফুটে বলতে পারে না কষ্টের কথা। আমরা তাদেরকে চিহ্নিত করে সামনে এনে সহযোগিতা করছি। এটি আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ। আমরা তাঁর নির্দেশনা বাস্তবায়ন করছি প্রতিটি জেলায়। এ সহায়তা দুর্যোগ মন্ত্রণালয় থেকে এসেছে। এতে চাল, ডাল, তেলসহ প্রায় সাড়ে ১৬ কেজি খাদ্য সহায়তা আছে।

চাঁদপুর জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক টিমের নেতা ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার ও হরিজন সম্প্রদায়ের সভাপতি আকাশ হরিজন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়