বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

প্রকাশিত হলো ‘কাজী নজরুল ইসলাম ও চাঁদপুর’
প্রেস বিজ্ঞপ্তি ॥

চাঁদপুর পৌরসভার প্রকাশনায় সম্প্রতি প্রকাশিত হলো ‘কাজী নজরুল ইসলাম ও চাঁদপুর’ নামে বই। বইটি সম্পাদনা করেছেন লেখক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান। পৌরসভার পক্ষে বইটি প্রকাশ করেছে পরিবার পাবলিকেশন্স।

এ বিষয়ে মুহাম্মদ ফরিদ হাসান বলেন, এক বছরের বেশি সময় ধরে ‘কাজী নজরুল ইসলাম ও চাঁদপুর’ গ্রন্থটির কাজটি করেছি। কাজী নজরুল ইসলাম যাত্রাপথে একাধিকবার চাঁদপুরে এসেছেন। তাঁর চাঁদপুরে আগমন, চাঁদপুর সম্পর্কিত চিঠিপত্র, চাঁদপুরের মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক, চাঁদপুরে নজরুল চর্চা, স্মৃতিকথা ইত্যাদি বিষয় ধারণ করে আছে গ্রন্থটি। আমাদের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি কাজী নজরুল ইসলামের সান্নিধ্য পেয়েছেন। এ বইটি তাঁকে উৎসর্গ করা হয়েছে।

তিনি আরো বলেন, এটি চাঁদপুর পৌরসভা থেকে প্রকাশিত তৃতীয় গ্রন্থ এটি। আমি বইটি প্রকাশের জন্যে চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলকে আন্তরিক ধন্যবাদ জানাই। এছাড়াও বইটির কাজে আরো অনেকে নানাভাবে সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন। তাদেরও ধন্যবাদ জানাই। বইটি চাঁদপুরের মানুষদের নিজস্ব ইতিহাস সম্পর্কে জানাতে ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল বলেন, চাঁদপুরের ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে গবেষণার জন্যে আমরা কাজ করছি। ফলস্বরূপ ইতিমধ্যেই গবেষণাগ্রন্থ ‘রবীন্দ্রনাথ ও চাঁদপুরের মানুষেরা’ এবং ‘মহাত্মা গান্ধী ও চাঁদপুর’ প্রকাশিত হয়েছে। সম্প্রতি প্রকাশিত হলো ‘কাজী নজরুল ইসলাম ও চাঁদপুর’ বইটি। আরো কিছু কাজ চলমান রয়েছে। আশাকরি এ বইগুলো চাঁদপুরের ইতিহাস চর্চায় সহায়ক হবে।

বইটির প্রচ্ছদ করেছেন ইউনুস নাজিম। ১১২ পৃষ্ঠা। মূল্য ৩২০ টাকা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়