প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
এবার যাঁরা একুশে পদকের জন্যে মনোনীত হয়েছেন তাঁদের প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তিনি অভিনন্দন বার্তায় বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বিজ্ঞান ও প্রযুক্তিতে এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য চাঁদপুরের কৃতী সন্তান অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ শিক্ষায় ২০২২ সালে একুশে পদকে ভূষিত হয়েছেন। গবেষণায় ড. আব্দুস সাত্তার ম-ল এবং সমাজসেবায় জনাব আব্রাহাম লিংকন একুশে পদক পেলেন। তাঁরাও শিক্ষক। তাঁদের সকলকে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাই সমগ্র শিক্ষা পরিবারের পক্ষ থেকে। আমরা শিক্ষা পরিবার গর্বিত ও আবেগাপ্লুত। আপনাদের সর্বাঙ্গীণ মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করি। শিক্ষার মানোন্নয়নে ও গবেষণায় অনুপ্রেরণা যোগাবে এ স্বীকৃতি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।
অভিনন্দন বার্তাটি বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি তাঁর ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেন। সেখান থেকে এই বার্তাটি নেয়া।