প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চট্টগ্রাম বিভাগে নবযোগদানকৃত বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন চাঁদপুর জেলায় কর্মরত প্রশাসন ক্যাডারের সকল কর্মকর্তার সাথে মতবিনিময় করেছেন। গতকাল বুধবার ভার্চুয়ালি এ মতবিনিময় করেন তিনি। মতবিনিময়ে যুক্ত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ, সকল অতিরিক্ত জেলা প্রশাসক, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি)গণ এবং সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ বিষয়ে রাতে এনডিসির সাথে কথা হলে তিনি জানান, বিভাগীয় কমিশনার মহোদয় নতুন যোগদান করেছেন। বিভাগীয় কমিশনারগণ যোগদান করার পর সকল জেলা প্রশাসক কার্যালয় ভিজিট করেন, এ মতবিনিময় সভা তারই অংশ। যেহেতু করোনা পরিস্থিতির কারণে স্বশরীরে এসে ভিজিট করা সম্ভব নয়, সেজন্যে তিনি ভার্চুয়ালি মতবিনিময় এবং ভিজিট করেন। গতকাল চাঁদপুরসহ চট্টগ্রাম বিভাগের আরো কয়েকটি জেলা এ মতবিনিময় সভায় যুক্ত ছিলো।