প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
গতকাল মঙ্গলবার চাঁদপুর জেলায় ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯.১৬ শতাংশ। এদিন ২৮৮ জনের করোনার স্যাম্পল পরীক্ষা করা হয়। তার মধ্যে শনাক্ত হয় ৮৪ জন। শনাক্ত হওয়া ৮৪ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩০ জন, ফরিদগঞ্জে ১৫ জন, মতলব উত্তরে ১ জন, মতলব দক্ষিণে ১২ জন, হাজীগঞ্জে ১০ জন, কচুয়ায় ৩ জন, শাহরাস্তিতে ১২ ও হাইমচর উপজেলায় ১ জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানা গেছে।
সূত্র থেকে আরো জানা যায়, গতকাল শনাক্ত হওয়া ৮৪ জনসহ জেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬শ’ ৩১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ২শ’ ৫৫ জন।
চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৪৩ জন। সুস্থ এবং মৃত্যুর সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ১১৩৩ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এছাড়া গতকাল সুস্থ হন ৩০ জন। মোট আক্রান্তের মধ্যে উপজেলা ভিত্তিক সংখ্যা হচ্ছে চাঁদপুর সদর ৭২৩৫ জন, হাইমচর ৮৮৫ জন, মতলব উত্তরে ৯৪৪ জন, মতলব দক্ষিণে ১৩৫৭ জন, ফরিদগঞ্জে ১৯০০ জন, হাজীগঞ্জে ১৬৫৬ জন, কচুয়ায় ৯০২ জন ও শাহরাস্তিতে ১৭৫২ জন। এছাড়া ঢাকা থেকে আগত ৪, লক্ষ্মীপুর থেকে ২, মতলব আইসিডিডিআরবি থেকে ৩০, কুমিল্লা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত ১ ও নারায়ণগঞ্জ থেকে আগত ১ জন।