প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডঃ আবদুল মতিন পাটোয়ারীর ত্রয়োদশ (১৩তম) মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের এইদিনে রাত সাড়ে ১২টায় চাঁদপুর শহরের মুন্সেফপাড়াস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
অ্যাডঃ আঃ মতিন পাটোয়ারী ১৯৪৫ সালের ৬ জানুয়ারি ফরিদগঞ্জ উপজেলার হোগলী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা হচ্ছেন মরহুম আলহাজ্ব আলতাফ আলী পাটোয়ারী ও মাতা হচ্ছেন মরহুমা অজুফা খাতুন। ৫ ভাই ১ বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তিনি ৩ মেয়ে ও ১ ছেলের জনক ছিলেন। তাঁর একমাত্র ছেলে অ্যাডঃ সাইফুল ইসলাম পাটওয়ারী বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও চাঁদপুর জজকোর্টের আইনজীবী। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বাদ জোহর পারিবারিকভাবে দোয়ার আয়োজন করা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেছেন।