বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২২, ০০:০০

স্বামীর করোনা শনাক্তের খবরে আইসোলেশনে শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক

স্বামীর করোনা শনাক্তের খবরে আইসোলেশনে আছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। রোববার দুপুরে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

জানা গেছে, দীপু মনির স্বামী বিশিষ্ট আইনজীবী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ড সদস্য ড. তৌফিক নেওয়াজ শনিবার রাতে কোভিড পজিটিভ হয়েছেন। এরপর থেকেই শিক্ষামন্ত্রী আইসোলেশনে আছেন।

এম এ খায়ের বলেন, শিক্ষামন্ত্রীর স্বামীর করোনার উপসর্গ ছিল। টেস্ট করানোর পর গতকাল রাতে করোনা শনাক্ত হয়। তিনি এখন নার্সদের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন। স্বামীর করোনা শনাক্ত হওয়ার খবরে গতকাল রাত থেকে মন্ত্রী আইসোলেশনে আছেন।

এদিকে সোমবার দুপুরে বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে শিক্ষামন্ত্রী দীপু মনির।

এ বিষয়ে জানতে চাইলে এম এ খায়ের বলেন, এ প্রোগ্রামে মন্ত্রী সশরীরে অংশ নেবেন না, ভার্চুয়ালি যোগ দেবেন। সূত্র : ঢাকা পোস্ট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়