বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২২, ০০:০০

মাদক সেবনকালে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতিসহ আটক ৩
স্টাফ রিপোটার ॥

ইয়াবা সেবনরত অবস্থায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের ৭ নম্বর সহ-সভাপতি মাঈনুদ্দিন আরিফ সুমনসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

গত ২৮ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর শহরের নাজিরপাড়া ছৈয়াল বাড়ি রোডস্থ ট্যাগ ব্যাগ এজেন্সি থেকে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা সেবন করা অবস্থায় সরঞ্জামাদিসহ চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক রাসেদুল জামান তাদেরকে আটক করেন।

আটককৃত অন্যরা হলেন সুমন ও লোড সুমন। জানা যায়, শহরের ছৈয়াল বাড়ি রোডস্থ ট্যাগ ব্যাগ এজেন্সি থেকে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা সেবন করা অবস্থায় সরঞ্জামাদিসহ পুলিশ ৩ জনকে আটক করে। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে সাথে থাকা মাদকগুলো অন্যত্র সরিয়ে ফেলে। কয়েক মাস আগেও সেখান থেকে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবীদের আটক করা হয়েছে। মাঈনুদ্দীন সুমনকে থানা থেকে ছাড়িয়ে নিতে রাজনৈতিক পরিচয়ে বহু তদবির করা হয়।

অভিযানকারী উপ-পরিদর্শক রাসেদুল জামান জানান, মাদক সেবনরত অবস্থায় ৩ জনকে আটক করেছি। গতকাল শনিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাডঃ হেলাল হোসাইন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমার সংগঠনের কারো সাথে যদি মাদকের সাথে সম্পৃক্ত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত ২০২১ সালের ৩০ জুলাই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের অনুমোদিত কমিটির ৭নং সহ-সভাপতি মোঃ মাঈনুদ্দিন আরিফ সুমন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়