প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২২, ০০:০০
ইয়াবা সেবনরত অবস্থায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের ৭ নম্বর সহ-সভাপতি মাঈনুদ্দিন আরিফ সুমনসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
গত ২৮ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর শহরের নাজিরপাড়া ছৈয়াল বাড়ি রোডস্থ ট্যাগ ব্যাগ এজেন্সি থেকে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা সেবন করা অবস্থায় সরঞ্জামাদিসহ চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক রাসেদুল জামান তাদেরকে আটক করেন।
আটককৃত অন্যরা হলেন সুমন ও লোড সুমন। জানা যায়, শহরের ছৈয়াল বাড়ি রোডস্থ ট্যাগ ব্যাগ এজেন্সি থেকে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা সেবন করা অবস্থায় সরঞ্জামাদিসহ পুলিশ ৩ জনকে আটক করে। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে সাথে থাকা মাদকগুলো অন্যত্র সরিয়ে ফেলে। কয়েক মাস আগেও সেখান থেকে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবীদের আটক করা হয়েছে। মাঈনুদ্দীন সুমনকে থানা থেকে ছাড়িয়ে নিতে রাজনৈতিক পরিচয়ে বহু তদবির করা হয়।
অভিযানকারী উপ-পরিদর্শক রাসেদুল জামান জানান, মাদক সেবনরত অবস্থায় ৩ জনকে আটক করেছি। গতকাল শনিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাডঃ হেলাল হোসাইন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমার সংগঠনের কারো সাথে যদি মাদকের সাথে সম্পৃক্ত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত ২০২১ সালের ৩০ জুলাই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের অনুমোদিত কমিটির ৭নং সহ-সভাপতি মোঃ মাঈনুদ্দিন আরিফ সুমন।