প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২২, ০০:০০
মাদ্রাসাপড়–য়া মেয়েকে দেখতে এসে লাশ হলেন হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত সেই নারী। ইতিমধ্যে এই নারীর পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। তিনি হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের গাজী বাড়ির প্রবাসী মোঃ শাহ আলমের স্ত্রী। মমতাজ বেগম নামের এই নারী ৪ সন্তানের জননী। মঙ্গলবার বিকেলে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এর আগে গত সোমবার রাতে হাজীগঞ্জের ধেররা এলাকায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিক্সার চাপায় মারা যান তিনি। এরপর থেকে পুলিশ নিহত নারীর পরিচয় নিশ্চিত হতে বিভিন্ন স্থানে চেষ্টা চালায়।
বড়কুল পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি লোটাস দেলোয়ার হোসেন জানান, মমতাজ বেগম মানসিকভাবে কিছুটা বিপর্যন্ত ছিলেন। তার ছোট মেয়ে পৌরসভাধীন ধেররা এলাকার একটি আবাসিক মাদ্রাসায় পড়ালেখা করে। সোমবার বিকেলে তিনি মেয়েকে দেখতে এসে ফিরতে রাত হয়ে যায়। মাদ্রাসা থেকে বেরিয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে উঠতেই দ্রুতগতির সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
তিনি আরো জানান, ঘাতক চালক ও মালিককে চিহিৃত করা হয়েছে। গাড়ির মালিক গরিব ও অসহায় মানুষ। তাই নিহতের পরিবার ও গাড়ির মালিক প্রাথমিকভাবে সমঝোতা হয়। ফলে নিহতের পরিবার থানায় অভিযোগ করেনি।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ জানান, নিহতের পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে এবং তাদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়।