বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২২, ০০:০০

আব্দুল করিম পাটওয়ারী ছিলেন অনেক গুণে গুণান্বিত একজন মানুষ
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরের সর্বজনশ্রদ্ধেয় সাবেক গণপরিষদ সদস্য ও চাঁদপুর পৌরসভার সফল চেয়ারম্যান, প্রবীণ আওয়ামী লীগ নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আবদুল করিম পাটওয়ারীর ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২১ জানুয়ারি বাদ আছর শহরের তালতলাস্থ পাটওয়ারী বাড়ি জামে মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মরহুম আব্দুল করিম পাটওয়ারীর বড় ছেলে আবু নঈম পাটওয়ারী দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ আহসান হাবীব, সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ আবদুল্লাহ আল মামুন, সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, জেলা শ্রমিকলীগের সভাপতি মাহবুবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোরশেদ জুয়েল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক ইফতেখারুল আলম মাসুমসহ চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে বলেন, মরহুম আব্দুল করিম পাটোয়ারী ছিলেন চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ। মহান স্বাধীনতা সংগ্রামের একজন অন্যতম সংগঠক। তিনি অনেক গুণে গুণান্বিত একজন মানুষ ছিলেন। তাঁর সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলা যায়। তিনি তৃণমূল থেকে উঠে আসা একজন নেতা। জীবদ্দশায় তিনি সৎ ও আদর্শবান একজন সহজ-সরল মানুষ ছিলেন। তিনি খুব সহজেই মানুষের সাথে মিশে যেতেন, মানুষকে আপন করে নিতেন। সমাজে মানুষের সেবা করতে গিয়ে তিনি কখনো কোনো কার্পণ্য করেননি। সবকিছু মিলিয়ে তিনি একজন সৎ ও আদর্শবান রাজনীতিবিদ ছিলেন।

মিলাদে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাটোয়ারী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস সালাম। মিলাদ শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় কবর জিয়ারত করেন উপস্থিত সকলে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়