বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২২, ০০:০০

করোনা প্রতিরোধে চাঁদপুর প্রেসক্লাবের এমন কার্যক্রম প্রশংসনীয়
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরের লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। ইতোমধ্যে জেলায় আঘাত হানতে শুরু করেছে করোনার তৃতীয় ঢেউ। প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সর্বশেষ নমুনা সংগ্রহের বিপরীতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ৩৩ শতাংশে।

এজন্যে চাঁদপুরে করোনা সংক্রমণ রোধে ও জনমনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। গতকাল শুক্রবার সকাল ১১টা থেকে শহরের শপথ চত্বরে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়। আজ দ্বিতীয় দিনও একই স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের সঞ্চালনায় কর্মসূচির উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, করোনা প্রতিরোধে চাঁদপুর প্রেসক্লাবের এমন কার্যক্রম প্রশংসার দাবি রাখে। আমরা অতীতেও চাঁদপুর প্রেসক্লাবের এমন কার্যক্রম দেখেছি। যা এখনও অব্যাহত রয়েছে। এর আগে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চাঁদপুর প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গণমাধ্যমে প্রচার-প্রচারণার মাধ্যমে জনগণকে সচেতন করা হয়েছে। এছাড়াও প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করা হয়েছে। আমি নিজেও সেসব কার্যক্রমে অংশগ্রহণ করেছি।

তিনি বলেন, বর্তমানে করোনা যখন আবার হানা দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে প্রেসক্লাবের পক্ষ থেকে এমন উদ্যোগ গ্রহণ করায় আমি প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।

আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা, সহ-সভাপতি এএইচএম আহসান উল্লাহ, প্রচার ও দপ্তর সম্পাদক কাদের পলাশ, ক্রীড়া সম্পাদক ফারুক আহমেদ।

উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুর রশিদ, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, প্রেসক্লাব সদস্য এমআর ইসলাম বাবু, দৈনিক শপথ পত্রিকার বার্তা সম্পাদক ও এসএটিভির চাঁদপুর প্রতিনিধি নজরুল ইসলাম আতিক, বাংলা টিভির চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালী, দৈনিক চাঁদপুর প্রবাহের স্টাফ রিপোর্টার শাওন পাটোয়ারী, দৈনিক শপথ পত্রিকার স্টাফ রিপোর্টার রহমান রুবেলসহ অন্যান্য সাংবাদিক ও পুলিশ সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়