বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২২, ০০:০০

বৃহস্পতিবার চাঁদপুরে ৯৮ জনের করোনা শনাক্ত ॥ শনাক্তের হার ৩৩ শতাংশ
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুরে করোনা সংক্রমণ ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। প্রতিদিনই এখন আক্রান্তের সংখ্যা বাড়ছে। সে সাথে শনাক্তের হারও বাড়ছে। গতকাল বৃহস্পতিবার এ জেলায় করোনা শনাক্ত হয় ৯৮ জনের। শনাক্তের হার ৩৩.৩৩ শতাংশ।

গতকাল ২৯৪ জনের করোনার স্যাম্পল পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ৯৮ জনের মধ্যে ৬০ জনই চাঁদপুর সদর উপজেলার। বাদবাকীরা হচ্ছে ফরিদগঞ্জে ৭ জন, শাহরাস্তিতে ১২ জন, মতলব দক্ষিণে ৭, মতলব উত্তরে ৪জন, হাজীগঞ্জে ২ জন, কচুয়ায় ২জন ও হাইমচরে ৪ জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানা গেছে।

সূত্র থেকে আরো জানা যায়, গতকাল শনাক্ত হওয়া ৯৮ জনসহ জেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৫শ’ ৬২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ২২ জন।

চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৪১ জনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। সুস্থ এবং মৃত্যুর সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ২৯৯ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এছাড়া গতকাল সুস্থ হন ২২ জন। মোট আক্রান্তের মধ্যে উপজেলা ভিত্তিক সংখ্যা হচ্ছে চাঁদপুর সদর ৬৬৭০ জন, হাইমচর ৮৬২ জন, মতলব উত্তরে ৯২২ জন, মতলব দক্ষিণে ১২৯০ জন, ফরিদগঞ্জে ১৭০৭ জন, হাজীগঞ্জে ১৫৭৩ জন, কচুয়ায় ৮৬৭ জন ও শাহরাস্তিতে ১৬৭১ জন। এছাড়া ঢাকা থেকে আগত ৪, লক্ষ্মীপুর থেকে ২, মতলব আইসিডিডিআরবি থেকে ৩০, কুমিল্লা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত ১ ও নারায়ণগঞ্জ থেকে আগত ১ জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়