বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২২, ০০:০০

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চলতি সপ্তাহের কার্যদিবসের আজ বৃহস্পতিবার শেষদিন। আগামী সপ্তাহের প্রথম কার্যদিবস ২৩ জানুয়ারি রোববার। আর ওইদিনই অনুষ্ঠিত হবে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২২। অন্য বছরের তুলনায় এবারের নির্বাচনে উৎসবের আমেজ একটু ব্যতিক্রম। এবারের নির্বাচনে অন্য বছরের চেয়ে ভোটারের সংখ্যা বেড়েছে। নির্বাচনের প্রভাব পড়বে নতুন ভোটারদের ভোটের মাধ্যমে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আদালত চত্বর এবং বিভিন্ন সেরেস্তাকেন্দ্রিক জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। রোববার বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট প্রদান করবেন ভোটাররা। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনের দ্বিতীয় তলায়। এবারের ভোটার সংখ্যা হচ্ছে ৩৩৭ জন।

এবারের নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ হচ্ছে : আহছান হাবীব-মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন-মোঃ গোলাম কাউসার শামিম পরিষদ।

এ পরিষদের প্রার্থীরা হচ্ছেন : সভাপতি পদে অ্যাডভোকেট মোঃ আহসান হাবীব, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ গোলাম কাউছার শামীম, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মোঃ মাইনুল আহসান, জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আবু তাহের তালুকদার, সম্পাদক লাইব্রেরী পদে অ্যাডভোকেট নিবাস চন্দ্র সরকার, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে অ্যাডভোকেট মোহাম্মদ ইমাম হোসেন টিটু, সম্পাদক ফরমস্ পদে অ্যাডভোকেট মোহাম্মদ নূরুল আমিন খান, জেনারেল অডিটর পদে অ্যাডভোকেট রেজাউল করিম, রানিং অডিটর পদে অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ফরাজী, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডভোকেট মোহাম্মদ শাফায়াত হোসেন তালুকদার, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডভোকেট মোঃ মাসুদ রানা, রেজিস্ট্রারিং অথরিটির সদস্য পদে অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন মজুমদার, অ্যাডভোকেট মোঃ আবু কাউছার ও অ্যাডভোকেট তাসলিমা আক্তার।

অপরদিকে বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য মনোনীত প্যানেল হচ্ছে : কামাল উদ্দিন আহমেদ-মহসীন খান-আব্দুল মান্নান মিয়াজী পরিষদ। এ পরিষদের প্রার্থীরা হচ্ছেন : সভাপতি পদে অ্যাডভোকেট মোঃ কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ মহসীন খান, যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ আব্দুল মান্নান মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মোঃ শহীদুল হক খান, জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট এএনএম মাঈনুল ইসলাম, সম্পাদক ফরমস্ পদে অ্যাডভোকেট কাইয়ুম হোসেন সুমন, সম্পাদক লাইব্রেরী পদে অ্যাডভোকেট মোঃ শাহজাহান খান, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে অ্যাডভোকেট রেজাউর রহমান শাওন, জেনারেল অডিটর পদে অ্যাডভোকেট শাহাদাত সরকার শাওন, রানিং অডিটর পদে অ্যাডভোকেট মোঃ নাদিম হোসেন তালুকদার, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডভোকেট মোঃ আবুল হাসানাত বেপারী, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডভোকেট মোহাম্মদ হাসিব, রেজিস্ট্রারিং অথরিটির সদস্য পদে অ্যাডভোকেট সুমন মিয়া, অ্যাডভোকেট মোঃ ইমাম হোসেন সুমন ও অ্যাডভোকেট মোহাম্মদ মুসলিম মিয়াজী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়