প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২২, ভোট ২৩ জানুয়ারি
মনোনয়নপত্র দাখিল করলেন আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিল করলেন আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা। আগামী ২৩ জানুয়ারি রোববার অনুষ্ঠিত হবে এই নির্বাচন। সমিতি মিলনায়তনে ওইদিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
|আরো খবর
গতকাল সোমবার দুপুর ৩টায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডঃ শহিদ উল্ল্যাহ কায়সার, সহকারী নির্বাচন কমিশনার অ্যাডঃ এমএ হালিম পাটওয়ারী ও রিটার্নিং কর্মকর্তা অ্যাডঃ আলম খান মঞ্জুর কাছে মনোনয়নপত্র জমা দেন দু’প্যানেলের প্রার্থীরা। মনোনয়নপত্র দাখিল করেন আইনজীবী সমন্বয় পরিষদ (আওয়ামী লীগ)-এর পক্ষে সভাপতি প্রার্থী অ্যাডঃ আহসান হাবীব, সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডঃ মোঃ গোলাম কাউসার শামীম এবং সমমনা আইনজীবী ঐক্য পরিষদ (বিএনপি)-এর পক্ষে সভাপতি প্রার্থী অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডঃ মোহাম্মদ মহসীন খান ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডঃ মোঃ আব্দুল মান্নান মিয়াজী।
নির্বাচনে আইনজীবী সমন্বয় পরিষদ (আওয়ামী লীগ)-এর প্রার্থীরা হলেন : সভাপতি পদে অ্যাডঃ মোঃ আহছান হাবীব, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ মোঃ মাইনুল আহছান, জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ আবু তাহের তালুকদার, সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ মোঃ আবদুল্লাহ আল মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ মোঃ গোলাম কাউছার শামীম, সম্পাদক লাইব্রেরী পদে অ্যাডঃ নিবাস চন্দ্র সরকার, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে অ্যাডঃ মোঃ ইমাম হোসেন টিটু, সম্পাদক ফরমস পদে অ্যাডঃ মোহাম্মদ নুরুল আমিন খান, জেনারেল অডিটর পদে অ্যাডঃ রেজাউল করিম, রানিং অডিটর পদে অ্যাডঃ মোঃ জাহাঙ্গীর হোসেন ফরাজী, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ মোঃ সাফায়াত হোসেন তালুকদার, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ মোঃ মাসুদ রানা পাটওয়ারী, সদস্য রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ তাসলিমা আক্তার, অ্যাডঃ মোঃ শাখাওয়াত হোসেন মজুমদার ও অ্যাডঃ মোঃ আবু কাউছার।
নির্বাচনে সমমনা আইনজীবী ঐক্য প্যানেল (বিএনপি)-এর প্রার্থীরা হলেন : সভাপতি পদে আলহাজ অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ মোঃ সহিদুল হক খান, জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ এএনএম মাঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ মোহাম্মদ মহসীন খান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ মোঃ আব্দুল মান্নান মিয়াজী, সম্পাদক ফরম পদে অ্যাডঃ মোঃ কাইয়ুম হোসেন সুমন, সম্পাদক লাইব্রেরী পদে অ্যাডঃ মোঃ শাহজাহান খান, সম্পাদক, সমাজকল্যাণ ও সেমিনার পদে অ্যাডঃ রেজাউর রহমান (শাওন), জেনারেল অডিটর পদে অ্যাডঃ শাহাদাত সরকার শাওন, রানিং অডিটর পদে অ্যাডঃ মোঃ নাদিম হোসেন তালুকদার, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ মোঃ আবুল হাসনাত বেপারী, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ মোহাম্মদ হাসিব, সদস্য রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ মোঃ সুমন মিয়া, অ্যাডঃ ইমান হোসেন (সুমন) ও অ্যাডঃ মোহাম্মদ মুসলিম মিয়াজী।