প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২২, ০০:০০
করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের ধারাতে সরকার এখনও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।
১৬ জানুয়ারি রোববার দুপুরে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (পিএটিসি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এর আগে পিএটিসিতে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ডাঃ দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের টিকাদান কর্মসূচি জোরদারভাবে চলছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলে সেই কর্মসূচিতে ভাটা পড়ার একটা আশঙ্কা রয়েছে। আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। স্বাস্থ্য অধিদফতরও এ ব্যাপারে নজর রাখছে। করোনা বিষয়ক কারিগরি পরামর্শক কমিটি রয়েছে, তাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগে আছি।
তিনি বলেন, আমরা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এখনও সংক্রমণের খবর পাইনি। তাই এখন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার কথা ভাবছি না। যতদূর সম্ভব জীবন স্বাভাবিক রেখে, স্বাস্থ্যবিধি ভালোভাবে মেনে করোনা মোকাবিলা করতে হবে আমাদের। তবে যদি বড় প্রয়োজন দেখা দেয়ই, তখন আমরা সিদ্ধান্ত নেব। সূত্র : ঢাকা পোস্ট।