বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২২, ০০:০০

চাঁদপুর প্রেসক্লাবের ২০২২ কার্যকরী পরিষদের ১ম সভা
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর প্রেসক্লাবের ২০২২ সালের নবগঠিত কার্যকরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ জানুয়ারি শনিবার দুপুর ২টায় চাঁদপুর প্রেসক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি গিয়াসউদ্দিন মিলন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ।

পরে প্রেসক্লাবের মরহুম নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা এবং অসুস্থ সদস্যদের সুস্থতায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য অ্যাডঃ মোঃ শাহজাহান মিয়া। এরপর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সভায় উপস্থিত নবগঠিত কার্যকরী পরিষদের সকল সদস্যকে ফুল দিয়ে বরণ এবং উপহার প্রদান করেন।

প্রেসক্লাবের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক রহিম বাদশা ও বিদায়ী কমিটির সদস্যরা নতুন কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান। বিদায়ী সাধারণ সম্পাদক রহিম বাদশাকে নবাগত কমিটির পক্ষ থেকে উপহার প্রদান করা হয়। সভায় বেশকিছু বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রেসক্লাবের উদ্যোগে বছরব্যাপী মানবিক ও সামাজিক কর্মকা- অব্যাহত রাখা। এছাড়া ক্লাবের অভ্যন্তরীণ উন্নয়ন এবং মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে : দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ, করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ, সাংবাদিক সমাবেশ ও পেশাজীবীদের সাথে মতবিনিময় সভার আয়োজন। ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে আইসিইউ চালুর ব্যবস্থা করায় সভায় প্রেসক্লাবের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপিকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। নবাগত সভাপতি চাঁদপুর প্রেসক্লাবের উন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়