প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২২, ০০:০০
‘মাঘের শীত বাঘের গায়’ বাংলা প্রবাদ বাক্যে মাঘ মাসের শীত নিয়ে এমন প্রবাদ বহুল প্রচলিত। এ বছর মাঘ মাসের শুরুতে শীতল আবহাওয়া যেন প্রবাদটির সত্য রূপ দিয়েছে। শুক্রবার দেশের বিভিন্ন জায়গার ন্যায় চাঁদপুরেও সকালে বৃষ্টি হয়েছে। সারাদিন সূর্যের দেখা মিলেনি। বিকেল থেকে মৃদু হিমেল হাওয়ায় দেখা দেয় হাড় কাঁপানো শীত।
একদিন আগেও দিনের তাপমাত্রা কিছুটা বেড়েছিল। একদিন পর দেখা যায় ভিন্ন চিত্র। আবারও মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এতে শীতের তীব্রতাও বেড়েছে। ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
১৪ জানুয়ারি শুক্রবার সকাল ৯টায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আবহাওয়া অফিস জানায়, সেখানে এর আগে সর্বনি¤œ তাপমাত্রা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
চাঁদপুরে শুক্রবার বিকেলের পর থেকেই শুরু হয় উত্তরের হিমেল হাওয়া। এর আগে গুঁড়িগুঁড়ি বৃষ্টিও ছিল থেমে থেমে। চলতি শীত মৌসুমের তৃতীয় দফায় শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা আরও বেড়েছে। ঘন কুয়াশার কারণে দুপুর পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। কনকনে শীতে কাহিল হয়ে পড়েন দুঃস্থ আর খেটে খাওয়া মানুষ।
চলতি সপ্তাহে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সূত্র : ঢাকা পোস্ট।