বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২২, ০০:০০

নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের উপস্থিতিতে চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক সভা ও কম্বল বিতরণ

শেখ হাসিনা তৃণমূল মানুষদের নেতা, তাদেরই প্রতিনিধি

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

শেখ হাসিনা তৃণমূল মানুষদের নেতা, তাদেরই প্রতিনিধি
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক সভা ও প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

শিক্ষামন্ত্রী সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যানদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা উন্নয়নের পথে এগিয়ে যাবো। গ্রামীণ মানুষের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়শই বিভিন্ন আলাপ-আলোচনায় তৃণমূল মানুষের ভাগ্যের উন্নয়ন ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় বলে উল্লেখ করে থাকেন। তাঁর এ কথা বলার মধ্যে কোনো খাদ নেই। কারণ তিনি যে এ তৃণমূল মানুষদেরই নেতা, তাদেরই প্রতিনিধি। তিনি ছাড়া তাদের কথা আর কে ভাবতে পারেন? সেই জনগোষ্ঠীকে বাদ দিয়ে যেমন বাংলাদেশের উন্নয়ন চিন্তা করা যায় না, তেমনি সম্ভবও নয়। এক কথায় বলতে হয়, পুরো দেশের উন্নয়ন মানে গ্রামীণ জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়ন ঘটানো। তাই সরকারের উন্নয়ন কাজগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্যে জনপ্রতিনিধিদের কাজ করতে হবে।

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপ্রধানে ও উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, চেয়ারম্যানদের পক্ষে বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল প্রমুখ।

সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম নাজিম দেওয়ান বলেন, আমরা জবাবদিহিতার মধ্যে থাকতে চাই। সবাই সমন্বয় করে চাঁদপুর ও হাইমচর আসনের উন্নয়নের রূপকার মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির নেতৃত্বে ইউনিয়নের উন্নয়ন কাজগুলোকে বাস্তবায়ন করা হবে।

সভায় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। সভার শুরুতে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির পক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সবশেষে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শীতার্তদের মাঝে ২০০ কম্বল বিতরণ করা হয়। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির পক্ষ থেকে দরিদ্র মানুষের হাতে এসব কম্বল তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়