প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২২, ০০:০০
আগামী ২০ জানুয়ারি চাঁদপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে ৮ম বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নেবে আবাহনী ক্রীড়া চক্র ও ভাই ভাই স্পোর্টিং ক্লাব।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির আয়োজনে এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৮টি দল। দলগুলো হলো : 'ক' গ্রুপে পূর্ব শ্রীরামদী ক্লাব, নিতাইগঞ্জ ক্রীড়াচক্র, ক্রিকেট কোচিং সেন্টার ও প্রফেসরপাড়া ক্রীড়াচক্র। 'খ' গ্রুপে আবাহনী ক্রীড়াচক্র, শেখ রাসেল ক্রীড়া চক্র, ভাই ভাই স্পোর্টিং ক্লাব ও চাঁদপুর ক্রিকেট একাডেমি।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও ক্রিকেট উপ-কমিটির সম্পাদক শেখ মোতালেব এ প্রতিবেদককে জানান, এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। ওইদিন সকালে প্রথমে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শেষে দাবা টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। ক্রিকেট ম্যাচগুলো হবে নকআউট পদ্ধতিতে। সাদা বলে রঙিন ড্রেসে খেলায় অংশ নেবেন প্রত্যেক দলের খেলোয়াড়রা। ক্রিকেট টুর্নামেন্ট সুন্দরভাবে পরিচালনার জন্যে ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে একজন লোক এনে ক্রিকেট পিচ তৈরি করা হচ্ছে।