সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২২, ০০:০০

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি
স্টাফ রিপোর্টার ॥

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আজ বুধবার (১২ জানুয়ারি) চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। তবে প্রশাসন থেকে সমাবেশ করার অনুমতি পায়নি দলটি। তারপরও কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ তারা করবে।

হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ ও বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠের প্রশাসনিক অনুমতি না পাওয়ায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনের বিশাল জায়গা জুড়ে অনুষ্ঠিত হবে জেলা বিএনপির এই গণসমাবেশ। দুপুর ২ টায় শুরু হবে সমাবেশ। বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডঃ খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম। সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা বিএনপি'র আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। বিএনপি নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, কেন্দ্রীয় অন্য নেতৃবৃন্দ এবং জেলার নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখার কথা।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম বলেন, আমরা চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ অথবা বাবুরহাট হাই স্কুল এন্ড কলেজ মাঠ স্থান নির্ধারণ করে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর আবেদন করেছিলাম। কিন্তু প্রশাসন আমাদেরকে ওই দুটি স্থানের একটিতেও সমাবেশ করার অনুমতি দেয়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়